সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসাসেবা দিতে আজ রোববার চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে।

চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ওয়েস্ট চায়না হসপিটালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলটি কুনমিং থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজিএইচএস) শেখ সায়েদুল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান।

মেডিকেল টিমকে স্বাগত জানানোর পর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে চীন সংহতিস্বরূপ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এই মেডিকেল মিশন দুই দেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করবে।

জরুরি মেডিকেল টিমটি দ্বিপক্ষীয় অংশীদারত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের চাহিদার ভিত্তিতে আহতদের জরুরি মানবিক সেবার প্রয়োজনে আরও মেডিকেল টিম ও জরুরি চিকিৎসা সরবরাহ পাঠানো হতে পারে।

চীনের ন্যাশনাল ইমার্জেন্সি মেডিকেল টিমের প্রধান ডং কিয়ান জানিয়েছেন, এই মেডিকেল টিমে সাধারণ সার্জারি, ট্রমা কেয়ার, অর্থোপেডিকস, পুনর্বাসন, ক্রিটিক্যাল কেয়ার ও চক্ষু চিকিৎসায় বিশেষায়িত চিকিৎসক রয়েছেন।

চীনের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিআইডিসিএ) এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ সহযোগিতায় এ টিম এখানে এসেছে বলে জানিয়েছেন ডং কিয়ান।

চিকিৎসক দল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ সায়েদুল হক জরুরি চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: