সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

২২ দিন ইলিশ ধরা ও বিক্রি বন্ধের সিদ্ধান্ত সরকারের।


আজ রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান। তিনি বলেন, আজকের বৈঠকে যে তারিখটা নির্ধারণে সবাই একমত হয়েছেন, সেটি হলো ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর।

ফরিদা আখতার আরও বলেন, বাংলাদেশে ইলিশ মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিকভাবে এ মাছ সংরক্ষণের দিন নির্ধারণ করা হয়। ইলিশ সুরক্ষায় বিজ্ঞানীরা পূর্ণিমা ও অমাবস্যার সঙ্গে মিল রেখে এই দিন নির্ধারণ করেন।

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর—এই ২২ দিন সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: