সর্বশেষ

বুধবার, ৬ আগস্ট, ২০২৫

রবিবার, ২৩ মার্চ, ২০২৫

রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মেসির আর্জেন্টিনা দলে ফেরা নিয়ে যা বলছেন কোচ।

মেসির আর্জেন্টিনা দলে ফেরা নিয়ে যা বলছেন কোচ।

কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন মেসি। সেই চোটের কারণে মাঝে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামতে পারেননি রেকর্ড ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। তবে আশার কথা হলো- এরই মধ্যে চোট জয় করে ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমেছেন মেসি। ফলে আর্জেন্টিনার হয়েও খেলার সম্ভাবনা বেড়েছে মেসির। মায়ামি কোচ জেরার্দোা মার্তিনোর কথায়ও মিলল সেই আভাস।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের দলেই ফিরতে পারেন মেসি মার্তিনো দিয়েছেন এমন ইঙ্গিত।

কেননা, চোট কাটিয়ে ২ মাস পর মাঠে নেমে ১৫ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩–১ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেন মেসি। এরপর খেলেছেন আরও কিছু ম্যাচ। তাকে এখন তাই জাতীয় দলের জন্যও প্রস্তুত মনে করছেন মার্তিনো।

মেসির বর্তমান অবস্থা জানিয়ে মার্তিনো বলেন, ‘লিওর (মেসি) দিন দিন উন্নতি হচ্ছে। হ্যাঁ, এখন আলাদা করে অনুশীলনে কাজ করার প্রয়োজন হচ্ছে না। তবে তার ছন্দ ফিরে পাওয়া জরুরি, যা আমাকে এই ধারণা দেবে যে সে খুব ভালোভাবে (এমএলএসের) প্লে–অফে যেতে পারবে। কারণ, আমাদের ম্যাচের পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও তার খেলা আছে। তাই আমার উচ্চাশা হচ্ছে সে খুব ভালো অবস্থায় প্লে–অফ খেলতে নামতে পারবে

এর আগে এই মাসের শুরুতে অক্টোবরে মেসিকে পাওয়ার কথা বলেছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। সে সময় স্কালোনি বলেছিলেন, ‘আমরা আশা করি সে খেলা শুরু করবে। আমরা যখন পরের স্কোয়াড (অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের জন্য) দেব, তখন সবার মতো তার সঙ্গেও আমরা যোগাযোগ করব। এরপর আমরা দেখব, সে ফিরতে প্রস্তুত কি না।’
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের জন্য তার চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে আজ ভোরে দেশে ফিরেছেন।

প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ভোর ৩টা ৩২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। খবর বাসস

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টায় (নিউইয়র্ক সময়) ফ্লাইটটি নিউইয়র্কের জেকেএফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়।

ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন।

প্রধান উপদেষ্টা নিউইয়র্ক সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এছাড়া তিনি অন্যান্যের মধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

নিউইয়র্ক অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্যের মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন, জাতিসংঘের হাইকমিশনারের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ ও ইউএসএইডের প্রশাসক সামান্থা পাওয়ার সাক্ষাত করেন।

প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের বৈঠকে যোগ দেন।

তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান।
বার্সার প্রথম হারের দায় নিজের ওপর নিলেন কোচ হেন্সি ফ্লিক।

বার্সার প্রথম হারের দায় নিজের ওপর নিলেন কোচ হেন্সি ফ্লিক।

লা লিগায় বার্সার হেন্সি ফ্লিক যুগের সূচনা হয়েছিল উড়ন্ত। টানা ৭ ম্যাচে জয় তুলে পয়েন্ট টেবিলে রাজত্ব করছিল দলটি। এবার সেই দলটিকেই মাটিতে নামাল ওসাসুনা। বার্সাকে তারা হারিয়ে দিয়েছে ৪-২ গোলের ব্যবধানে। এমন হারের পর নিজেকেই দায়ী করেছেন বার্সা কোচ।

ওসাসুনার মাঠে এদিন প্রথমার্ধেই ২ গোল হজম করে বসে বার্সা। ম্যাচের ১৮ ও ২৮ মিনিটে গোল করে বার্সাকে ম্যাচ থেকে এক রকম ছিটকে দেয় ওসাসুনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৩ মিনিটে ওসাসুনার জালে বল জড়িয়ে ফেরার আভাস দেয় বার্সা। গোল করেন ভিক্টর। তবে ব্যবধান বাড়িয়ে নিতে ভুল করেনি ওসাসুনা। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টিতে এগিয়ে যাওয়ার পর ৮৫ মিনিটে ব্যবধান ৪-১ করে ব্রিটোনেস। ম্যাচের ৮৯ মিনিটে এক গোল শোধ ‍দিয়ে ব্যবধান কমান লামিনে ইয়ামাল।

এই হারের পরও অবশ্য শীর্ষে স্থান ধরে রেখেছে বার্সা। তবে ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। অন্য দিকে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আজ রাতে মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে আনতে পারবে মাদ্রিদের ক্লাবটি।

ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়ে ফ্লিক বলেন, ‘প্রথমার্ধে আমরা অনেক ভুল করেছি। আমাদের এভাবে খেলাটা স্বাভাবিক ব্যাপার নয়। আমরা দলে অনেক পরিবর্তন এনেছি, সম্ভবত এটাও একটা কারণ।’

দলে পরিবর্তন আনার ব্যাপারে ফ্লিক বলেন, ‘আমার মনে হয়, এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ ছিল, অনেক খেলোয়াড়কে প্রচুর মিনিট মাঠে থাকতে হয়েছে। এ বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। এটা আমার দায়িত্ব। আপনি এই হারের জন্য যদি কাউকে দায় দিতে চান, তবে আমাকে দিতে পারেন।’
জাতিসংঘ সম্মেলন থেকে কী অর্জন করলেন ড. মুহাম্মদ ইউনূস?

জাতিসংঘ সম্মেলন থেকে কী অর্জন করলেন ড. মুহাম্মদ ইউনূস?

ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সম্মেলন থেকে কী অর্জন করলেন?

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সমর্থন, দেশ সংস্কার, ভোটার তালিকা তৈরি হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণাসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ অধিবেশনে যোগদানের মাধ্যমে। সংস্কারমূলক কাজের জন্য অধ্যাপক ইউনূসের সরকারকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। খবর বিবিসির


এ সফরে ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকও করেছেন। অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন।


নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের একপ্রকার সম্পর্কের টানাপোড়েন চলছিল। এ সফরে সেই সংকট অনেকটাই কেটেছে।


বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল, এ সফরে সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।


আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান বিবিসি বাংলাকে বলেন, এ সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের বাস্তব চিত্র তুলে ধরা গেছে এবং তাদের কাছে আস্থার জায়গাটা তৈরি করা গেছে।


এছাড়াও অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতিসহ নানা কারণে এ সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারা।


তবে, শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছিল।


যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সফরসূচিতে মিল না থাকায়।


বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দুটি দেশের সরকার প্রধানের মধ্যে এ মূহুর্তে একটি বৈঠক হলে তাতে সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতো।


যে সব কারণে গুরুত্বপূর্ণ সফর

গণঅভ্যুত্থানের মুখে গত শেখ হাসিনা সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাত্র দেড় মাসের ব্যবধানে এবারে জাতিসংঘ অধিবেশনে যোগ দেয় বাংলাদেশ।


জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম সম্মেলনে যোগ দিতে গিয়ে মাত্র চার দিনের এ সফরে বাংলাদেশের সরকার প্রধান অধ্যাপক ইউনূসের বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ ১২টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে।


এছাড়াও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আইএমএফের প্রেসিডেন্টসহ অধ্যাপক ইউনূস অংশ নিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদসহ ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে।


আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, অধ্যাপক ইউনূস এই সফরে বিভিন্ন ইস্যুতে যে সব মিটিং করেছেন তা বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ছিল খুবই গুরুত্বপূর্ণ।


যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশ যে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে অংশ নিয়েছে তার সবগুলোই এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে ও প্রয়োজনের আলোকে হয়েছে বলেই আমি মনে করি।


এর মাধ্যমে বাংলাদেশের অনেক সম্ভাবনাকে বাস্তবায়নের পথে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করছেন এই কূটনীতিক।


অর্থনৈতিক সংস্কারে সহায়তা

যুক্তরাষ্ট্র সফরকালে গত বুধবার অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।


এসময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্ব ব্যাংক অধ্যাপক ইউনূসের সরকারকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন।


আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের সময়ে উন্নয়ন হলেও বাংলাদেশে দুর্নীতি ও মূল্যস্ফীতিসহ নানা কারণে তার সুফল সাধারণ মানুষ পায় নি। যে কারণে বিশ্ব সম্প্রদায় এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের বিভিন্ন খাত সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছে।


অধ্যাপক সাহাব এনাম খান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় সংস্কারের জন্য বাংলাদেশকে সব ধরনের সাপোর্ট দিচ্ছে। কিন্তু তারা চাইছে এই সংস্কার যেন হয় গণতান্ত্রিকভাবে, যেটাকে টিকিয়ে রাখা যায়। এর সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌছায়।


এই বিশ্লেষক বলছেন, আর্থিক ক্ষেত্রে সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতের দায়িত্ব শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের না, রাজনৈতিক দলগুলোরও রয়েছে।


সাবেক রাষ্ট্রদূত কবির বলেন, অর্থনীতির বাইরেও আরও যে সব খাত সংস্কারে সহযোগিতার প্রয়োজন রয়েছে সে সব সহযোগিতাও বাংলাদেশ পাবে বলে আমি মনে করি।


পাচার হওয়া অর্থ ফেরত আসবে?

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে।


অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতারও আশ্বাস দিয়েছে।


বিশ্লেষকরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ফেরত আনতে টেকনিক্যাল, ফাইন্যান্সিয়ালসহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।


কবির বলেন, প্রক্রিয়াটা বেশ জটিল হলেও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টাকাগুলো ফেরত আনা যায় সরকার সেই চেষ্টা করছে।


জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করার বিষয়ে জোর দেন।


এসময় তিনি বিশ্বব্যাপী পাচার হওয়া অর্থ নিজ নিজ দেশের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করেন।


বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিকে টেকসই করতে হলে কিংবা সুসম অর্থনীতি চালু করতে হলে পাচার হওয়া অর্থ ফেরত আনতেই হবে।


অধ্যাপক খান বলেন, মধ্যপ্রাচ্য কিংবা ক্যারিবিয় দ্বীপপুঞ্জসহ বিশ্বের বেশ কিছু দেশ রয়েছে যেখানে বাংলাদেশে থেকে টাকা পয়সা পাচার হয়ে গেছে। সে সব দেশগুলোকেও চাপ দিতে হবে। এ জন্য আন্তর্জাতিক সংগঠনগুলোর সাথেও যোগাযোগ রাখতে হবে।


সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক।

ইসরাইলি হামলায় ফের কেঁপে উঠল বৈরুত।

ইসরাইলি হামলায় ফের কেঁপে উঠল বৈরুত।

হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার একদিন পর ফের লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। 

লেবাননের সংবাদমাধ্যম জানিয়েছে, আজকের হামলায় টার্গেট করা হয়েছে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের উপপ্রধান নাবিল কাওককে। হামলায় তিনি আহত বা নিহত হয়েছেন কি না সেটি স্পষ্ট করেনি কোনো সংবাদমাধ্যম।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বৈরুতের দারিয়েহতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এতে হাসান নাসরুল্লাহসহ অন্তত ১১ জন নিহত হন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা বৈরুতের দাহিয়েতে ‘নির্ভূল’ হামলা চালিয়েছে। তবে কার উপর হামলা চালিয়েছে সেটি তারা তাৎক্ষণিকভাবে উল্লেখ করেনি।

সিএনএন জানিয়েছে, আজকের হামলার পরও বৈরুতে বিকট শব্দ শোনা গেছে। ফলে ধারণা করা হচ্ছে, হামলাটি বেশ বড় ছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই সপ্তাহে লেবাননে ইসরায়েলের চালানো হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন আসিফ।

ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন আসিফ।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।

পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
আসিফ মাহমুদ লিখেন, একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম (ছাত্র অধিকার পরিষদ) পরে দলীয় লেজুড়বৃত্তিসহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি। যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি তবে, অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য।

কোটা সংস্কার আন্দোলনে আসিফ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতিমানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ভারতের।

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ভারতের।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য ভারত দল ঘোষণা করেছে শনিবার। দীর্ঘদিন পর দলে ফিরলেন কলকাতা নাইটরাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। 

এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদব। ভারতীয় টি ২০ দলে প্রাধান্য দেওয়া হয়েছে তরুণদের। তবে ১৫ সদস্যের দলে রহস্যজনক স্পিনার বরুণের সুযোগ পাওয়াটাই বড় চমক।

শেষবার তিনি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে। ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইটরাইডার্সের সর্বোচ্চ উইকেট শিকারি এই বাঙালি স্পিনার ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়েছিলেন। 

ভারতের টেস্ট দলের সদস্য শুবমান গিল, যশ্বসী জয়সওয়াল, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে।

চলমান টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর দিল্লিতে। আর ১২ অক্টোবর হায়দরাবাদে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

ভারত টি-টোয়েন্টি দল-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।
ইসরাইল যে ধরনের বোমা ব্যবহার করেছে বৈরুত হামলায়।

ইসরাইল যে ধরনের বোমা ব্যবহার করেছে বৈরুত হামলায়।

ইসরাইলের মিডিয়া বলছে, শুক্রবার বৈরুতের হামলায় প্রায় ৮৫টি তথাকথিত ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করা হয়েছে। 

‘গ্রাউন্ড পেনিট্রেশন মিইনিশন’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আগে মাটির গভীরে ঢুকে যায়। এ ক্ষেপণাস্ত্রের ভূগর্ভস্থ স্থাপনা এবং কঠিন কংক্রিট ভবন ধ্বংস করার ক্ষমতা রয়েছে। 

এর প্রতিটির ওজন ২০০০ থেকে ৪০০০ পাউন্ডের মধ্যে। এ ‘বাঙ্কার-বাস্টার’ মাটির ৩০ মিটার গভীর বা ছয় মিটার কংক্রিট ভেদ করতে সক্ষম এবং শকওয়েভ তৈরির মাধ্যমে আশপাশের অন্যান্য কাঠামোও ধ্বংস করে দিতে পারে। 

জেনেভা কনভেনশন জনবহুল এবং নির্বিচারে হতাহতের ঝুঁকির কারণে ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমার ব্যবহার নিষিদ্ধ করেছে।

ইসরাইলে পুরোদমে হামলা শুরুর সপ্তাহ খানেক আগে লেবাননে পেজার এবং ওয়াকিটকিসহ নানা ধরনের তারহীন ডিভাইজে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে ৩৭ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

বৈরুতে বিমান হামলায় ইসরাইল কী ধরনের বোমা ব্যবহার করছে, সে বিষয়ে জানতে আলজাজিরার পক্ষ থেকে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক ইলিয়াস ম্যাগনিয়ার সঙ্গে কথা বলা হয়েছে।

ম্যাগনিয়ার বলেন, ‘আমাদের কাছে ইসরাইলি বিমানবাহিনীর দেওয়া তথ্য আছে। বাহিনীটি বলছে, তারা ৮৫ টন বিস্ফোরক ব্যবহার করেছে। প্রতিটি বোমাই ছিল এক টন ওজনের। এটি একটি বেশ গুরুত্বপূর্ণ তথ্য।’

এই বিশ্লেষকের মতে, ‘এসব বোমা হামলার ফলে বৈরুতে একটি ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বৈরুতের বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে আমি কথা বলেছি। তাদের সবার মনে হয়েছে, যেন পাশের ঘরে বোমা পড়ছে। বৈরুতের মতো একটি শহরে এটি সত্যিই একটি ভয়ংকর পরিস্থিতি।’

ম্যাগনিয়ার বলেন, ‘কিন্তু কথা হলো তারা কী ধরনের বোমা ব্যবহার করছে? দুটি বিকল্প হতে পারে। হয়তো শুধু জিবিইউ-৩১ বা শুধু ‘স্পাইস ২০০০’ বোমা ব্যবহার করেছে অথবা দুটোই একসঙ্গে ব্যবহার করেছে।’

নিরাপত্তা বিশ্লেষক ম্যাগনিয়ার বলেন, ‘আমার মনে হয়, এই দুই ধরনের বোমাই সেখানে ফেলা হয়েছে, যার প্রভাব আমরা দেখতে পেয়েছি। যেমন বৈরুতের শহরতলির ওই স্থানে (হামলার লক্ষ্যবস্তুতে) একটি গর্ত আমরা দেখেছি। ওই স্থানের সব ভবন সেই গর্তে ধসে পড়েছে। ফলে (গর্তে ধসে পড়া ভবন) এর ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করতে দীর্ঘ সময় লাগছে।’

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

জনপ্রিয় ইউটিউবারের সম্পত্তি বাজেয়াপ্ত।

জনপ্রিয় ইউটিউবারের সম্পত্তি বাজেয়াপ্ত।

ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার এলভিশ যাদবের সম্পত্তি সম্প্রতি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বন্যপ্রাণী অপরাধ আইনের অধীনে বেআইনিভাবে বন্যপ্রাণী ব্যবহারের অভিযোগে তার এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মিউজিক ভিডিও ও ভ্লগে পশুদের ব্যবহার আইনবিরুদ্ধ, আর এই আইন লঙ্ঘনের ফলস্বরূপ ৫২ লাখ ৪৯ হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এলভিশ যাদবের বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের চাষযোগ্য জমি ও তার ব্যাংক অ্যাকাউন্ট। এই সম্পত্তিগুলো এলভিশ যাদব, রাহুল যাদব, এবং স্কাই ডিজিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নামে নিবন্ধিত। উল্লেখ্য, এর আগেও ২০০২ সালে আর্থিক প্রতারণার অভিযোগে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।

গত বছরের মার্চ থেকে চলতি বছর পর্যন্ত এলভিশ যাদবের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। প্রথম মামলাটি করা হয় একটি স্টিং অপারেশনের পর, যেখানে দেখা যায় কিছু সংস্থা বেআইনিভাবে সাপ ও তাদের বিষ সরবরাহ করে বিভিন্ন ইভেন্টে। দ্বিতীয় মামলায় অভিযোগ করা হয় যে, মিউজিক ভিডিওসহ বিভিন্ন কনটেন্টে বেআইনিভাবে সাপ ব্যবহার করেছেন এলভিশ।

ইডি জানায়, রাহুল ও এলভিশ যাদব বেআইনিভাবে কিছু প্রজাতির সাপ ও এক্সোটিক পশু ব্যবহার করে কনটেন্ট তৈরি করেছেন, যা তাদের সামাজিক মাধ্যমে ফলোয়ার ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। দ্রুত আয় বাড়ানোর লক্ষ্যে তারা এই বেআইনি কার্যকলাপে লিপ্ত হন।

এছাড়া, স্কাই ডিজিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এলভিশ যাদবের মিউজিক ভিডিও প্রযোজনা করে, যা ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হতো।

উল্লেখ্য, এলভিশ যাদবের আসল নাম সিদ্ধার্থ যাদব, এবং তিনি হরিয়ানায় জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে তিনি তার ইউটিউব চ্যানেল ‘দ্য সোশ্যাল ফ্যাক্টরি’ নামে চালু করেন, যা পরবর্তীতে ‘এলভিশ যাদব’ নামে পরিচিতি পায়। এছাড়া তিনি বিগবস ওটিটির দ্বিতীয় মৌসুমে পূজা ভাট, অভিষেক মালহান, বেবিকা ধ্রুব, এবং মনিশা রানিকে পরাজিত করে বিজয়ী হন।
নায়কের সঙ্গে পর্দায় ঘনিষ্ঠতা প্রসঙ্গে যা বললেন তৃপ্তি দিমরি।

নায়কের সঙ্গে পর্দায় ঘনিষ্ঠতা প্রসঙ্গে যা বললেন তৃপ্তি দিমরি।

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি সম্প্রতি ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয়ের পর সমালোচনার সম্মুখীন হন। সে সময় অনেক নেটিজেন অশালীন মন্তব্য করেন। সম্প্রতি তার নতুন আইটেম গান ‘মেরে মেহবুব’ মুক্তির পর সমালোচনা আরও বেড়ে যায়। এই গানে তার নাচের ভঙ্গিমা নিয়ে নেটিজেনরা অশালীন মন্তব্য করেন।

তৃপ্তি দিমরি এর আগে ‘বুলবুল’ ও ‘কলা’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেছিলেন। কিন্তু ‘অ্যানিমেল’-এ তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় অনেক ভক্ত-অনুরাগীকে অসন্তুষ্ট করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন তৃপ্তি।

তৃপ্তি জানান, তিনি সবসময় নিজেকে চেনা গণ্ডির বাইরে নিয়ে যেতে পছন্দ করেন। ‘বুলবুল’ ও ‘কলা’ ছবিতে অভিনয় তার জন্য তুলনামূলক স্বচ্ছন্দ ছিল, তবে ‘অ্যানিমেল’-এ তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। এই চরিত্রে অভিনয় করতে তাকে অনেক কষ্ট করতে হয়েছিল।

তিনি আরও বলেন, একজন অভিনেত্রী হিসেবে তিনি এমন চরিত্রেই কাজ করতে পছন্দ করেন যা তার জন্য কঠিন এবং যেখানে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন। ‘অ্যানিমেল’-এ তার চরিত্র জোয়া ছিল সরল এবং নীরব, তবে তার ভেতরে সাহসের এক জ্বলন্ত আগুন ছিল। 

তৃপ্তি বলেন, যদি তিনি নিজেই জোয়ার জায়গায় থাকতেন, তাহলে তিনি একই রকম আচরণ করতেন। আমরা মানুষ হিসেবে বিভিন্ন রঙের মিশ্রণ। কখনও আমরা ভালো, কখনও খারাপ, আবার কখনও খুবই কুৎসিত। সিনেমার মাধ্যমে আমরা এই সব রঙ তুলে ধরতে পারি।
কাদের এবং কামালসহ ২৯৫ জনের বিরুদ্ধে মামলা।

কাদের এবং কামালসহ ২৯৫ জনের বিরুদ্ধে মামলা।

সাভারে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালিয়ে কাঠমিস্ত্রি তুহিন আহমেদ (৩১) হত্যার ঘটনায় সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৯৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় এই মামলা করেন নিহত তুহিন আহমেদের স্ত্রী রিয়া শেখ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশ করে অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা, মারধর এবং গুলি চালিয়ে তুহিন আহমেদকে হত্যা করেন ও হত্যার নির্দেশ দেন।

তুহিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সোনারামপুর গ্রামের বাসিন্দা, তিনি সগির আহমেদের ছেলে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিদ্রোহের মাধ্যমে রক্তক্ষয়ী অধ্যায়ের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান।

২০ জুলাই বিকেলে সাভারের রানা প্লাজা ধসে পড়া ভবনের কাছে ছাত্র-জনতার আন্দোলনের সময় তুহিন আহমেদ গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে, ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র আব্দুল গণি, সাভার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রকিব আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলম সমর, এবং সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।
প্রতারণার অভিযোগে ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেফতার।

প্রতারণার অভিযোগে ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেফতার।

ঢাকার নিউমার্কেট থানা পুলিশ এক ভুয়া সরকারি কর্মকর্তাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে। অভিযুক্ত আলমগীর হোসেনের বিরুদ্ধে ভূমি অফিসে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের মামলা রয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আলমগীর হোসেন কাঁটাবন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর পদে একটি যুবককে চাকরি দেওয়ার জন্য ১৮ লাখ টাকায় চুক্তি করেন, এর মধ্যে ৭ লাখ টাকা তিনি গ্রহণ করেন।

চাকরি না পেয়ে যুবক নিউমার্কেট থানায় অভিযোগ করেন। এরপর আলমগীরকে কাঁটাবন ভূমি অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে: ভূমি মন্ত্রণালয়ের দুটি ভুয়া নিয়োগপত্র, একটি অফিস সহায়ক পদে ভুয়া নিয়োগপত্র, তিন লাখ টাকার জমা স্লিপ, দুটি ভুয়া চাকরির আবেদন ফরম, একটি মোবাইল ফোন, দুটি স্ট্যাম্প ও নগদ ২,৫০০ টাকা।

পুলিশ জানিয়েছে, আলমগীরের বিরুদ্ধে নোয়াখালীর সুধারামপুর থানা ও ডিএমপির শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় ছয়টি প্রতারণার মামলা রয়েছে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে জটিলতা।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে জটিলতা।

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে শেষ সময়ে এসে জটিলতা দেখা দিয়েছে। নভেম্বর মাসে বৈদেশিক ঋণের অ্যাভেলিভিলিটি পিরিয়ড শেষ হচ্ছে, কিন্তু প্রকল্পের কাজ সম্পূর্ণ করে বিল দেওয়ার সম্ভাবনা নেই।

বিভিন্ন কাজ এগিয়ে গেলেও ভাঙ্গা জংশন, টিটিপাড়া আন্ডারপাস এবং সিটিসি ভবন নির্মাণের কাজ অনেকটাই বাকি। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত দেড় মাসে কাজ তেমন অগ্রগতি হয়নি। এই অবস্থায় প্রকল্পে বেঁচে যাওয়া অর্থ দিয়ে অতিরিক্ত কাজের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ঋণের অ্যাভেলিভিলিটি পিরিয়ড বাড়ানোর জন্য চীনের কাছে আবেদন করবে। তবে অতিরিক্ত কাজের প্রস্তাবের অনুমোদন এখনও পাওয়া যায়নি এবং চায়না এক্সিম ব্যাংক বিষয়টি যাচাই করছে। ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির (পিআইসি) বৈঠকে এসব তথ্য উঠে এসেছে।

সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ জানান, বৈদেশিক ঋণের অ্যাভেলিভিলিটি পিরিয়ড বাড়ানো জরুরি। অন্যথায়, চীনা ঋণের অংশ ব্যবহার করা যাবে না। তবে অতিরিক্ত কাজের ক্ষেত্রে বাস্তব প্রয়োজনীয়তা যাচাই করতে হবে।

প্রকল্পটি সরকারি তহবিল ও চীনের জি টু জি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে, যার মোট ব্যয় ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকা অনুমোদিত হয়েছিল। তবে প্রথম সংশোধনীর মাধ্যমে ব্যয় ৩৯ হাজার ২৪৬ কোটি টাকায় উন্নীত করা হয় এবং মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

অগ্রগতির দিক থেকে, আগস্ট পর্যন্ত খরচ হয়েছে ৩৩ হাজার ৭৪৪ কোটি টাকা, যা ৮৫.৯৮% আর্থিক অগ্রগতি নির্দেশ করে। ভৌত অগ্রগতি ৯৬%। ঢাকা-মাওয়া ও মাওয়া-ভাঙ্গা অংশের অগ্রগতি যথাক্রমে ৯৭.৫৫% এবং ৯৯.৫০%।

কিন্তু কিছু কাজ এখনও বাকি রয়েছে, যেমন ভাঙ্গা জংশন স্টেশন ভবনের অগ্রগতি ৭০%, টিটিপাড়া আন্ডারপাসের ৬০% এবং সিটিসি ভবনের ৬৫%। নির্মাণে মোট ব্যয় হবে ৩ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। ইতোমধ্যে ১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারের বিল সার্টিফাই করা হয়েছে।

এই অবস্থায়, ঋণের অ্যাভেলিভিলিটি পিরিয়ডের মধ্যে সব কাজ সম্পন্ন করা এবং বিল পরিশোধ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৫ সেপ্টেম্বর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং চীনা এক্সিম ব্যাংকের মধ্যে ভার্চুয়াল সভায় জানানো হয়, অতিরিক্ত কাজের বিষয়টি যাচাই করছে ব্যাংক। ৬ মাসের সময় বৃদ্ধি করা হলেও জুলাই ও আগস্টে কাজের অগ্রগতি কম ছিল, ফলে আবারও সময় বাড়ানোর অনুরোধের প্রয়োজন রয়েছে। তবে ইআরডির প্রতিনিধি জানান, চীনা এক্সিম ব্যাংক ঋণের অ্যাভেলিভিলিটি পিরিয়ড বাড়াবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বন্ধুকে দেওয়া কথা রাখলেন না সাকিব আল হাসান।

বন্ধুকে দেওয়া কথা রাখলেন না সাকিব আল হাসান।

সাকিব আল হাসানের বেড়ে ওঠা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সেখানে সাকিবের রুমমেট ছিলেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু।

বন্ধুর আকস্মিক অবসরের ঘোষণায় পিন্টুর প্রতিক্রিয়া, ‘ভারতে টেস্টের আগে সে যখন ইংল্যান্ডে ছিল তখন কথা হয়েছিল। সেই সময় অবসর নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে আমাদের বন্ধুদের আলোচনায় আমরা প্রায়ই খুনসুটি করি কে কবে অবসর নেব। ও (সাকিব) বলছিল ২০২৫ সালে নিতে পারি।’

সাকিব বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়াবিদ। অসংখ্য রেকর্ড সাকিবের, অর্জনও অনেক। তাই সাকিবকে ধুমকেতুর সঙ্গে তুলনা করলেন রুমমেট পিন্টু, ‘নক্ষত্র (ধুমকেতু) দেখতে যেমন ৭৫ বছর অপেক্ষা করতে হয়। সাকিব বাংলাদেশের ক্রিকেটের সেই নক্ষত্র। এই রকম নক্ষত্র দেখতে কত বছর অপেক্ষা করতে হয় সেটাই দেখার বিষয়।’

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি সাকিবের দুই ব্যাচ সিনিয়র। সাকিব আল হাসানের আকস্মিক সিদ্ধান্ত নিয়ে এমিলি জানিয়েছেন, ‘সে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় সম্পদ। তার না খেলার কারণে যে অভাব তৈরি হবে সেটা সহসাই পূরণ হওয়ার নয়। পারিপার্শ্বিক অবস্থা ও সবকিছু মিলিয়ে হয়তো সেই এই সিদ্ধান্ত নিয়েছে।’ সাকিবের বয়স এখন ৩৭ বছর। এই বয়সেও ভালো পারফরম্যান্স করছেন। এমিলি মনে করেন সাকিব চাইলে আরও খেলতে পারতেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ৪০ বছর বয়সেও খেলতে দেখা যায়। সে হিসেবে সাকিব আরও ২ বছর খেলতেই পারতেন।’

এদিকে বৃহস্পতিবার কানপুর টেস্টের আগেরদিন সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টিতে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন। সাকিবের এই সিদ্ধান্ত আলোড়ন তুলেছে গোটা ক্রীড়াঙ্গনেই।